৩। দরিদ্র মার জন্য মাতৃত্বকাল ভাতাঃ ইউনিয়ন ভিত্তিক সামাজিক নিরাপত্তা বেষ্টুনীর আওতায় দুঃস্থ মহিলাদেরকে অর্থ সহায়তা।
৪। ক্ষুদ্র ঋণ কার্যক্রমঃ প্রশিক্ষণ প্রাপ্ত মহিলাদেরকে আয়বদ্ধক কর্মসূচীর জন্য ঋণবিতরণ ।
৫। নারী নির্যাতন প্রতিরোধ সেলে অভিযোগ গ্রহন ও প্রয়োজনীয় সেবা প্রদান।
৬। স্বেচ্ছাসেবী মহিলা সমিতি রেজিঃ ও অনুদানের জন্য আবেদনপত্র প্রেরণঃ মহিলাদের দ্বারা পরিচালিত স্বেচ্ছাসেবী মহিলা সমিতি রেজিষ্টেশন দান ও প্রতিবছর সাধারণ ও বিশেষ অনুদানের জন্য সদর দপ্তরে আবেদনপত্র প্রেরণ ।
৭। নারী ও শিশু নির্যাতন পাচার প্রতিরোধ, বাল্য বিবাহ ও যৌতুক প্রতিরোধ সংক্রান্ত সচেতনতা মূলক উঠান বৈঠক কার্যক্রম ।
৮। ডে কেয়ার সেন্টারঃ সকল শ্রেণীর কর্মজীবি মায়েদের ০৬ মাস হতে ৬ বছর পর্যন্ত বাচ্চাদেরকে মাতৃস্নেহে সকাল ৮.৩০ হতে বিকাল ৫.৩০ পর্যন্ত ডে কেয়ার সেন্টারে থাকার ব্যবস্থা এবং সরকারী ব্যয়ে খাবার, লেখা-পড়া ও বিনোদনের ব্যবস্থা রয়েছে ।